আবারো বাড়ানো হয়েছে গ্যাসের দাম। নতুন দামে ৩২.৮ শতাংস বাড়ানো হয়েছে। ফলে গ্রাহকদের আগের চেয়ে গ্যাসের বেশি দাম পরিশোধ করতে হবে। সোমবার, ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার, ৩০ জুন বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সিদ্ধান্ত নেয়। এতে কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলামসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্যাসের দাম বৃদ্ধি করে এক চুলা ৯২৫ টাকা ও দুই চুলা ৯৭৫ টাকা করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ৩২.৮ শতাংস গ্যাসের দাম বাড়ানো হলো।