ঘোড়ায় ঘুরে চাকা, চাকায় চলে জীবন (ছবি)

প্রায় চার শ’ বছরের পুরনো নবাবি আমলের ঐতিহ্য ঘোড়ায় টানা মালবাহী গাড়ী। আধুনিকতার নির্মম ধাক্কায় এই গাড়ী এখন আর সচরাচর দেখা নে গেলেও রংপুর বিভাগের কোন কোন এলাকায় সহযোগী পরিবহন যান হিসেবে এর অস্তিত্ব এখনো জ্বলজ্বলে।

সারা দেশের নগর-বন্দর, গ্রাম-গঞ্জ, চর-ডাঙা সবখানেই বিলুপ্তপ্রায় এই ঘোড়ায় টানা গাড়িতেই চলে হাজারো মানুষের জীবন-জীবিকা। গাড়ীর চাকা ঘুরলে জোটে দু’বেলার অন্ন, না ঘুরলে নিরন্ন। ছবিগুলো রংপুর নগরীর ময়নাকুঠি এলাকা থেকে তুলেছেন আমাদের প্রতিনিধি মেজবাহুল হিমেল।

ঘোড়ায় ঘুরে চাকা, চাকায় চলে জীবন
ঘোড়ায় ঘুরে চাকা, চাকায় চলে জীবন
ঘোড়ায় ঘুরে চাকা, চাকায় চলে জীবন
ঘোড়ায় ঘুরে চাকা, চাকায় চলে জীবন

জেএম/রাতদিন