নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়ের (স্বাস্থ্য কমপ্লেক্স) ১০ জন কর্মচারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এদিন একইসাথে স্বাস্থ্য পরিবারের পাঁচজন জন কৃতী শিক্ষার্থীকেও সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার, ২৩ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন সৌরভ, স্বাস্থ্য সহকারী মো. আতাউর রহমান মন্ডল, সিএইচসিপি রুমানা আজাদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বরকতউল্লাহ্, নার্সিং সুপারভাইজার রেহেনা বেগম, স্বাস্থ্য পরিদর্শক হামিদুর রহমান শাহ্।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আবু তাহের সিদ্দিকী পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।
বিদায়ী অতিথি ছিলেন স্যাকমো মো. সিরাজুল ইসলাম, স্যাকমো মো. রেজাউল করিম, স্যাকমো রবীন্দ্রনাথ রায়, স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক, স্বাস্থ্য পরিদর্শক এ বি এম রওশন আলম, স্বাস্থ্য পরিদর্শক মনসুর আলী সরকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনিরুজ্জামান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনোয়রুল হক, স্বাস্থ্য সহকারী মো. আসাদুজ্জামান ও অফিস সহকারী সৈয়দ এমদাদুল হক।
এদিন একই অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবারের পাঁচজন কৃতী শিক্ষার্থীকেও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শেষে সংক্ষিপ্ত আকারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সিএইচসিপি জলিন নাহার জলি, সিনিয়র স্টাফ নার্স সালমা বেগম, সিনিয়র স্টাফ নার্স জাকিয়া সুলতানা ও স্বাস্থ্য সহকারী হোসনেআরা বেগম সংগীত পরিবেশন করেন।