চোর ঠেকাতে বিদ্যুৎ, রংপুরে প্রাণ গেল মা-মেয়ে-নাতনীর

বাড়ির ছাদে টাঙানো ছিল জিআই তার। তারে শুকানো হতো কাপড়। চোরের উপদ্রুব থেকে রক্ষা পেতে বাড়ির মালিক সেই তারে কাউকে না জানিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। যাতে চোর চুরি করতে এলে বিদ্যুৎপৃষ্ট হয়।

কিন্তু সেই তারে চোর নয়, প্রাণ গেল বাড়িটিতে ভাড়া থাকা একটি পরিবারের তিন সদস্য। তাদের মধ্যে একজন শিশু ও দুজন নারী।

শুক্রবার, ৩ মে দুপুরে রংপুর নগরীর বনানী পাড়ায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ওই বাড়ির লোকজন জানায়, দুপুরে বাড়ির ছাদে থাকা তারে ভেজা কাপড় টাঙিয়ে দেয়ার সময় ওই বাড়িতে ভাড়া থাকা রুবেল মিয়ার স্ত্রী তানিয়া বেগম(২৫) বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তানিয়ার চিৎকারে তার মা তাজমহল বেগম(৫৮) মেয়েকে বাঁচাতে ছুটে গেলে তিনিও সেখানে আটকে যান।  এরপর তানিয়া-রুবেল দম্পত্তির সাত বছর বয়সী মেয়ে তাজনিয়া সেখানে ছুটে গেলে সে-ও সেখানে আটকে পড়ে।

বিষয়টি টের পেয়ে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর স্থানীয়রা বাড়িটি ঘিরে বিক্ষোভ করেন। মর্মান্তিক এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জমির উদ্দিন বাড়ির মালিককে আটকের কথা জানিয়ে বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

এবি/রাতদিন