সৈয়দপুরে সড়কে ঝরল ৩ প্রাণ

নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচ ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার, ৩ মে সকালের দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা গেটের কাছে এ দুর্ঘঘটনা ঘটে।

নিহতরা হলেন সৈয়দপুরের ঢেলাপীর উত্তরা আবাসনের আব্দুল রউফের ছেলে
ইজিবাইক চালক মো. মিন্টু (২১), একই এলাকার প্রয়াত আব্দুর রহিমের ছেলে আব্দুর রশিদ (৪০) এবং আফছারুলের ছেলে মো. আফতাব (৫০)।

জানা গেছে, তয়েজ এন্টারপ্রাইজ নামের একটি নৈশকোচ ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে আসছিল। বাসটি ওয়াপদা গেটের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে নৈশ কোচটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এতে
ইজিবাইকে চালক মো. মিন্টু ঘটনাস্থলে নিহত হন। এ সময় অটোরিক্সার অপর দুই যাত্রী আব্দুর রশিদ ও আফতাব গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তাদের মৃত্যু হয়।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক মো. আরমান আলী সড়ক দূর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এইচএ/রাতদিন