ভারতের চ্যাংরাবান্ধা-মেখলিগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয় বাইকের পিছনে থাকা অপর এক ছাত্র।
সোমবার, ২৬ আগস্ট দুর্ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রামপঞ্চায়েতের পাকা কবর এলাকার চ্যাংরাবান্ধা-মেখলিগঞ্জ সড়কে।
মৃত ওই ছাত্রের নাম আশিক আহমেদ। সে মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনায় আহত বাপন বৈদ্য নামে অপর এক ছাত্র। আহত অবস্থায় সে বর্তমানে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশিক চ্যাংরাবান্ধা থেকে বাইকে করে মেখলিগঞ্জের দিকে যাচ্ছিল। প্রচন্ড গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় পাকা কবর এলাকায় প্রথমে একটি গরুকে ধাক্কা মারে সে। এরপর একটি সুপারি গাছ এবং শেষে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয় গোরুটিরও।
আহত অবস্থায় বাপনকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানা পুলিশ।