দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শুক্রবার, ২৩ এপ্রিল সন্ধ্যায় স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের সুইচ কেবিনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্র জানায়, ওই নারীর আনুুমানিক বয়স ৫৫ বছর। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
পার্বতীপুর রেলওয়ে থানার এসআই আবু সাঈদ বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন ওই নারীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় রেল যোগাযোগ বন্ধ থাকায় পার্বতীপুর রেলওয়ে জংশনটি জনশুন্য হয়ে পড়েছে।
এইচএ/রাতদিন