জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো ১৩তম এসএ গেমসের

১৩তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল। গতকাল রবিবার, ১ ডিসেম্বর, রবিবার নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বর্ণিল আয়োজন।

এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের হয়ে ২৬৩ জন ছেলে ও ১৯৯ জন মেয়ে অ্যাথলেট অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।

এবার গেমসে সোনার পদকের লড়াই হবে ৩১৭টি ইভেন্টে। আগের ১২ আসর থেকে বাংলাদেশের অর্জন ৬৭টি স্বর্ণ, ১৭৭টি রুপা ও ৪০৫টি ব্রোঞ্জ পদক।

এসএ গেমসে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ২০১০ সালে ঘরের মাঠে আয়োজিত আসরে। সেবার নিজেদের ইতিহাসে সর্বাধিক ১৮টি স্বর্ণ পদক জয় করে তৃতীয় হয় বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণিল আতশবাজি, লেজার শোসহ নাচে-গানে তুলে ধরা হয় নেপালের ঐতিহ্য-সংস্কৃতি। এতে সব মিলিয়ে অংশ নেন দেড় হাজার শিল্পী।

১৩তম এসএ গেমসের উদ্বোধন করেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি। আর মশাল প্রজ্বলন করেন এসএ গেমসে তায়কোয়ান্দোতে চারবারের সোনাজয়ী দীপক বিষ্ঠা।

শান্ত/রাতদিন