টাইগারদের মাঠে ফেরানোর দায়িত্ব মাশরাফির, আদেশ প্রধানমন্ত্রীর

ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)এর মাঝে চলমান সমস্যা নিরসনের জন্য বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করছেন, বাংলাদেশের ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকে ক্রিকেটকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ষড়যন্ত্রের একটি অংশ। অন্যদিকে ক্রিকেটাররা তাদের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন।

এই ঘটনার পর মঙ্গলবার, ২২ অক্টোবর বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় মাশরাফিকে। মাশরাফির কাছ থেকে বর্তমান অবস্থার বিস্তারিত জেনে তাকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী।

বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দৈনিক সমকাল।

শান্ত/রাতদিন