টি-টেন লিগের চতুর্থ আসর আগামী ২৮ জানুয়ারি থেকে আরব আমিরাতে শুরু হবে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আসরটি। এবারের আসরে অংশ নিচ্ছে আট দল। এই আসরে বাংলাদেশের ছয় ক্রিকেটার দলে জায়গা পেয়েছে।
গতকাল বুধবার, ২৩ ডিসেম্বর আসরটির প্লেয়ার ড্রাফট শুরু হয়েছে। প্রথম দিনেই নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে পুনে ডেভিলস। এই দলে আরো রয়েছে মোহাম্মদ আমির, স্যাম বিলিংস ও অজন্তা মেন্ডিস।
মারাঠা অ্যারবিয়ান্স দলে খেলবে তিন বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন ও অলরাউন্ডার মুক্তার আলী। এই দলে রয়েছে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকদ।
আফিফ হোসেন ও মেহেদি হাসান খেলবে বাংলা টাইগার্স দলে। এটি বাংলাদেশের মালিকানাধীন দল। এই দলটিতে রয়েছেন মুজিব উর রহমান, জনসন চার্লস ও আন্দ্রে ফ্লেচার।
টি-টোয়েন্টির প্রায় সব তারকা ক্রিকেটারদের এই আসরে দেখা যাবে। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, সুনিল নারাইনও ওয়াহাব রিয়াজরা মাতাবেন এই লিগে।
আরআই/রাতদিন