ঠাকুরগাঁওয়ের দুটি উপজেলায় তিন তরুণের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা তিনজনই নারায়নগঞ্জে শ্রমিকের কাজ করতেন।
আজ শনিবার, ১১ এপ্রিল বিকেলে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মো. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্ত তরুণদের মধ্যে হরিপুর উপজেলায় দুজন আর অন্যজন পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁদের একজনের বয়স ১৮ আর অন্য দুজনের বয়স ২২। সপ্তাহখানেক আগে তাঁরা নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফিরে আসেন। তিনজনই সেখানে শ্রমিকের কাজ করতেন। সর্দি-জ্বর ও কাশি হলে ১০ এপ্রিল তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষার জন্য নমুনা রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষায় ওই তিন তরুণের করোনা ‘পজিটিভ’ এসেছে।
আক্রান্ত তরুণদের সংশ্লিষ্ট উপজেলা কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। যাঁরা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মো. মাহফুজার রহমান সরকার জানান, আক্রান্ত তিনজনের শারীরিক অবস্থা গুরুতর নয়। তিনি এই ভাইরাসের বিস্তার রোধে সবাইকে সচেতন হতে ও সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে নিজ জায়গায় অবস্থানের পরামর্শ দেন। এলাকায় করোনাভাইরাস শনাক্ত হওয়ায় হরিপুর ও পীরগঞ্জ উপজেলার দুটি গ্রাম লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।