বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর মামলাটি করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
বিচারক মার্জিয়া খাতুন মামলাটি আমলে নিয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উত্তেজিত হয়ে বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ তার এ বক্তব্য শোনেন ঠাকুরগাঁও শহরের শান্তি নগর মহল্লার জমিরুল ইসলাম, ছিট চিলারংয়ের নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমির দত্ত, যুবলীগের নেতা জাকারিয়া প্রামাণিক ও বিশাল রহমান।
মামলার বাদী অরনাংশু দত্ত টিটো বলেন, শামসুজ্জামান দুদুর এ বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছেন। সেটি উত্তেজনাবশত প্রকাশ করে দিয়েছেন দুদু। এটি নেত্রীকে হত্যার গভীর ষড়যন্ত্রের অংশ। এজন্য দুদুর বিরুদ্ধে মামলা করেছি।
বাদীর আইনজীবী মোস্তাক আলম টুলু বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগে দণ্ডবিধির ৫০৬(২) ধারায় নালিশি মামলা করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন তিনি।
এবি/রাতদিন