ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে রেজাবুল (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। হরিপুর উপজেলার ডাবরি ও বেদনা সীমান্তের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার, ২২ ডিসেম্বর গটনাটি ঘটে। নিহত রেজাবুল হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের বদরুল ইসলামের ছেলে।

নিহত রেজাউলের বাবা জানান, শনিবার রাতে রেজাবুল বাড়ি থেকে বের হয়ে বাজার যায়। রাতের বেলা সে আর বাড়ি ফেরেনি। গুলিবিদ্ধ অবস্থায় সকালে বাড়ির সামনে রাস্তার পাশে আমার ছেলেকে পাই। তাৎক্ষণিকভাবে একটি মাইক্রো ভাড়া করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসার সময় সে মারা যায়। আমার ছেলে মহেন্দ্র গাড়ির চালক ছিলো।

ঠাকুরগাঁও সদর হাসপাতালে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেজাবুলের গায়ে বেশ কয়েক জায়গায় গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এনএইচ/রাতদিন