ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতরাই মামলার আসামী

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে দেশের সীমান্তরক্ষী বাহিনীটি।

মামলায় বিজিবির গুলিতে প্রাণ হারিয়েছেন এমন দুজনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত ২৫০ জনকেও আসামি করা হয়েছে।

নিহত যে দুজনের নামে মামলা হয়েছে তারা হলেন শিক্ষক নবাব আলী ও কৃষক সাদেকুল ইসলাম।

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি রাতে হরিপুরের বেতনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জিয়াউর রহমান বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন  বলে জানিয়েছে পুলিশ ।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, সরকারি কাজে বাধা, বিজিবি সদস্যদের ওপর চড়াও, অস্ত্র নিয়ে জীবন নাশের চেষ্টা ও   সরকারি অস্ত্র লুটের চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে।

অপর মামলায় গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি।

গত মঙ্গলবার ওই ইউনিয়নের বহরমপুর গ্রামে বিজিবির গুলিতে তিনজন নিহত হন। বিজিবির দাবি, তারা চোরাই গরু জব্দ করলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা করে। প্রতিরোধ করতে গিয়ে গুলি ছুড়লে তিনজন নিহত হন। এতে আহত হন আরও বেশ কয়েকজন।

তবে স্থানীয়রা অভিযোগ করেন, তাদের বৈধ গরু বিজিবি চোরাই গরু বলে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয়ায় বিজিবি গুলি করে তিনজনকে হত্যা করে।

এইচএ/রাতদিন