ঠাকুরগাঁওয়ে নকল সরবরাহের দায়ে ৫ শিক্ষকের কারাদণ্ড-জরিমানা

ঠাকুরগাঁওয়ে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার পাঁচ শিক্ষককে কারাদণ্ড-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার, ১৬ নভেম্বর দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন নকল সরবরাহ করার দায়ে তিন শিক্ষককে ১ মাসের করে কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার সালন্দর কামিল মাদরাসা কেন্দ্রে মনসুর আলী ও আয়েশা সিদ্দিকা নামে দুই কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করা অপরাধে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল কাদেরকে জেডিসি পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে তিনজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া মোবাইলফোন সঙ্গে রাখার দায়ে শিক্ষক আবু সায়েম ও রশিদা বেগম নামে দুই পরিদর্শককে এক হাজার টাকা করে জরিমানা করেন। দণ্ডিত শিক্ষক আবু সায়েম দানারহাট আনছারিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং রশিদা বেগম সালন্দর কামিল মাদরাসার শিক্ষক।

এনএ/রাতদিন