ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে : রংপুরের বিভাগীয় কমিশনার

রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম বলেছেন, ‘সবাইকে সচেনত হতে হবে। আমাদের বাসার আশেপাশে যেসব ঝোঁপঝার ও জঙ্গল আছে এসব কাটতে হবে।’

বৃহস্পতিবার, ১ আগস্ট রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারিকুল ইসলাম আরো বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সকল শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং সকলের পরিবারের লোকেদের সচেতন করতে হবে।’

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জিলা স্কুলসহ রংপুরের ২৩টি স্কুলের শিক্ষর্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশানক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ-শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক ড. একে এম সিরাজুল ইসলাম, রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, জেলা শিক্ষা অফিসার মিজ রোকসানা বেগম, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক  আবু রায়হান মো. মিজানুর রহমান।

এনএইচ/ রাতদিন