ঢাকা-শিলিগুড়ি, ঢাকা-কলকাতা বাস সার্ভিস বন্ধ

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে ভারত সরকার শুক্রবার, ১৩ মার্চ থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রবেশে নিষেধাজ্ঞা থাকলে যাত্রীও থাকবে না, যে কারণে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক রুটে বাস চলাচল করা পরিবহন মালিকরা।

আজ বৃহস্পতিবার, ১২ মার্চ রাতে শ্যামলী এন আর পরিবহনের মালিক শুভঙ্কর ঘোষ বলেন, শুক্রবার বিকেল ৩টার পর থেকে প্যাসেঞ্জারসহ আর কোনো বাস ভারতের বর্ডার ক্রস করতে পারবে না। যে কারণে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে। ফলে বৃহস্পতিবার রাতেই কলকাতা ও শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে শেষ টিপ।

তিনি আরও বলেন, ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলিগুড়ি রুটের সব বাস এর আওতায় থাকবে। যেসব যাত্রীরা ১২ মার্চের পরে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা চাইলে কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।

এবি/রাতদিন