তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ছে তিস্তা নদীর পানি। আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর বিকেলে থেকে ডালিয়া পয়েন্টে  বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে পানি।

আজ রাত নয়টায় সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, নদীটির পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এর আগে দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত বিপৎসীমা বরাবর অবস্থান করছিল তিস্তার পানি।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

এদিকে পানি বাড়ার ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, ঝুনাগাছ চাপানী, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, খগাখড়িবাড়ি ও নাউতারা ইউনিয়নের নদীতীরবর্তি নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক  জানান, দুই দিনের ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলের কারণে পানি বেড়েছে তিস্তা নদীতে। বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষরা বিপাকে পড়েছেন।  

এবি/রাতদিন