তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবীতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার , ৩১মার্চ দুপুরে লালমনিরহাটের ৫ উপজেলায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা।
মানববন্ধনে বক্তব্যে নেতারা বলেন, তিস্তা নদী সুরক্ষার দাবীতে আমরা ২০১৫ সাল থেকে আন্দোলন করে আসছি। তিস্তার ভাঙ্গনে তিস্তা তীরবর্তী জনপদ দিশাহারা। প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার পরিবার বাস্তহারা হয়। জাতীয় অর্থনীতিতে তিস্তা ভাঙ্গন নেতিবাচক প্রভাব ফেলে।সরকার যে উন্নয়ন করছে তিস্তার ভাঙ্গনজনিত কারনে উন্নয়নে চরম বৈষম্য সৃষ্টি হচ্ছে। শুধু তিস্তার ক্ষতি থেকে তীরবর্তী জনপদ রক্ষা করা সম্ভব হলে রংপুর বিভাগের সাথে বাংলাদেশের বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে।
এতে আরো বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উপজেলা আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান গণি, কালীগঞ্জ উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম হেলাল, সদস্য নিয়াজ আহমেদ সিপন, জাসদের উপজেলা সাধারণ সম্পাদক বজলুর রহমান ও রফিকুল ইসলাম।