থানা থেকে ‘পালানো’ আসামী আবার ধরা

লালমনিরহাট সদর থানা থেকে ‘পালিয়ে যাওয়া’ অস্ত্র মামলার আসামি মুরাদ হোসেন আনন্দকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার, ২২ জুন রাতে রংপুর নগরীর সাতমাথা (মাহিগঞ্জ) এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাঈনুল ইসলাম বলেন, ‘পুনরায় গ্রেপ্তার মুরাদকে রোববার (২৩ জুন) দুপুরে লালমনিরহাট চিফ-জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।’

এর আগে শহরের বিএনপি কলোনি থেকে একটি বিদেশি পিস্তলসহ মুরাদকে আটক করে সদর থানা পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরের বাবু পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও লালমনিরহাট রেলওয়ের ডিপিও সেকশন অফিসের উচ্চমান সহকারী পারভেজ আক্তার টপি (৪০) এবং বালাটারি এলাকার মহর আলীর ছেলে সহিদুল ইসলামকে (২০) পুলিশ আটক করে। এ ঘটনায় এসআই মাঈনুল ইসলাম বাদী হয়ে গত শুক্রবার বিকেলে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

শনিবার ওই তিনজনকে আদালতে পাঠানোর কথা থাকলেও শুক্রবার রাতে থানা থেকে পালিয়ে যায় মুরাদ। ফলে শনিবার মুরাদ ছাড়া অপর দুই আসামীকে আদালতে পাঠানো হয়।

পুলিশের দাবি, টয়লেটের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায় মুরাদ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করে।

এবি/রাতদিন