দিনাজপুরের সেই মাথার খুলি যাচ্ছে মুক্তিযোদ্ধা জাদুঘরে

দিনাজপুরের ঘোড়াঘাটে একাত্তরের গণহত্যার সেই মাথার খুলি স্মৃতি চিহ্ন করে রাখতে  মাথার খুলিটি খুলনা মুক্তিযোদ্ধা যাদুঘরে সংরক্ষন করবে জেলা প্রশাসন। সোমবার, ১১ নভেম্বর প্রশাসনের কাছে হস্তান্তর করলো ওই উপজেলার বলাহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মঙ্গলবার, ১২ নভেম্বর বিকেলে প্রশাসনের কাছে হস্তান্তর বিষয়টি নিশ্চিত করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলী।

সুত্রে জানা যায়, একাত্তরের গণহত্যার ১৯৭২ সালের নভেম্বর মাসে তৎকালীন নবম শ্রেনীর ছাত্র এসএ ওয়াদুদ চৌধুরী, ওহেদুজ্জামান চৌধুরী, আসাদুজ্জামান চৌধুরী, রোস্তম আলী, মুরশিদুল রহমানসহ সানাইপুকুর গণহত্যার গণকবর খুলিটি উদ্ধার করে বলাহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ে জমা দেয়। মহান মুক্তিযুদ্ধে স্মৃতিচিহ্ন হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ মাথার খুলিটি বিদ্যালয়ের বিজ্ঞানাগারে সংরক্ষন করে।

সম্প্রতি একটি চিঠি ইস্যুতে দিনাজপুর জেলা প্রশাসকের কাছে হস্তান্তরের জন্য জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মোহছেন উদ্দীন আবেদন করে। সেই নির্দেশনা প্রধান শিক্ষক গণহত্যার সেই স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষিত মাথার খুলিটি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম রাতদিনকে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণহত্যার স্মৃতি চিহ্ন মাথার খুলিটি জেলা প্রসাশকের মাধ্যমে খুলনা মুক্তিযোদ্ধা যাদুঘরে সংরক্ষন করা হবে।

এনএ/রাতদিন