দিনাজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দিনাজপুরে রবি সরেন (২৫) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

আজ বুধবার, ১৪ অক্টোবর দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ উদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রবি সরেন জেলার বীরগঞ্জ উপজেলার মহুগাঁও গ্রামের প্রয়াত হরি সরেনের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় রবি সরেন একই এলাকার ৫ম শ্রেণির এক ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এসময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রবি পালিয়ে যান। পরদিন ৩ সেপ্টেম্বর মেয়ের বাবা বাদী হয়ে রবি সরেনের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী-০৩)এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

মামলার পর বীরগঞ্জ থানা পুলিশ রবি সরেনকে আটক করেন। একই বছরের ২২ সেপ্টেম্বর তৎকালীন বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন প্রধান মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন জানান, মামলাটিতে মোট ১০জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলাটি রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি তৈয়বা বেগম ও আসামি পক্ষে মোকলেসুর রহমান দুলাল পরিচালনা করেন।

এবি/রাতদিন