শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি- রপ্তানি বাণিজ্য ৫ দিন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বুধবার, ২১ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেন বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।
তিনি জানান, ভারতের চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার, ২৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর বুধবার পর্যন্ত বুড়িমারী বন্দর দিয়ে আমদানি- রপ্তানিসংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার, ২৯ অক্টোবর থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর এক্সপোটার অ্যাসোসিয়েশন, সি.অ্যান্ড.এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়ে একটি চিঠি দিয়েছে। এর প্রেক্ষিতে ওই সময়ে আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ’
বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) সোমেন কান্তি চাকমা জানান, দূর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্ধর কাস্টমস্ কার্যালয় ২৬ অক্টোবর সোমবার ১ দিন বন্ধ থাকবে, অন্যান্য দিন যথা নিয়মে কাস্টমস্ কার্যালয় খোলা থাকবে। তবে আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ হলে স্থলবন্দরের কাজ প্রায় বন্ধ হয়ে যায়।
বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএস/রাতদিন