দেশব্যাপী বয়ে যাওয়া দাবদাহ থাকবে আরও কয়েকদিন

অসহনীয় গরম থেকে এখনই রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে এমন গরম। বুধবার, ৮ মে এ তথ্য জানিয়েছে আবহওয়া অধিদপ্তর ।

আবহাওয়াবিদ আবদুর রহমান সংবাদমাধ্যম বাংলাকে জানান, দেশব্যাপী দাবদাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও দুই থেকে তিন দিন থাকতে পারে। রবি বা সোমবার হালকা বৃষ্টি হতে পারে।

আবদুর রহমান আরও জানান, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দুর্বিষহ এ গরমে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকরা। সাধারণ মানুষ খুব একটা দরকার না থাকলে দুপুরের দিকে ঘর থেকে বের হচ্ছেন না।

এইচএ/রাতদিন