লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দেশীয় প্রজাতির ছোট মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২০ জন মৎসচাষী অংশ নেন।
আজ সোমবার, ০৭ ফেব্রুয়ারি পাটগ্রাম উপজেলা অফিসার্স ক্লাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২০২১-২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য কার্যালয় এটি আয়োজন করে।
দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে পাটগ্রাম উপজেলার ২০ জন মৎস্যচাষি অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারীগন দেশীয় ছোট মাছ চাষ বিষয়ক সম্যক ধারনা লাভ করে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক (ডিডি) ড. মোহাঃ সাইনার আলম, লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম, পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ।