সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বিগত দিনে বিএনপি জামায়াত জোট সরকার লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। তাই আজকে দেশের উন্নয়ন দেখে তারা হিংসায় জ্বলে মরছে।
জামায়াত শিবির কোরআনের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত। তাদের অপব্যাখ্যায় কান দিবেন না। সর্বদা সজাগ ও সচেতন থাকবেন। যাতে তারা বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।
শনিবার, ২ অক্টোবর বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারাবিশ্বে করোনা মহামারীর মাঝেও দেশ আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীনদের আর্থিক সহায়তার পাশাপাশি উন্নয়ন মুলক কর্মকান্ডও সচল রেখেছেন।
সমাজকল্যান মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন তা বাস্তবায়ন করেই ছাড়েন। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অচেনা বাংলাদেশ আজ বিশ্বের রোলমডেলে পরিনত হয়েছে। আগামী দিনের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের দরকার। তাই প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা সকলের কাছে দোয়া প্রার্থনা করেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রুহুল আমিন সরকার বাদলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়।
অন্যান্যের বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক কৃষিবিদ হযরত আলী প্রমুখ।
এসময় প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে শিক্ষা প্রকৌশল অধিদফরের নির্মানাধিন চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। এরপর সাপ্টিবাড়ি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। এর আগে দুই দিনের সফরে শনিবার সকালে লালমনিরহাট পৌছে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় সভায় অংশ নেন তিনি।
এনএ/ রাতদিন