দেশের একমাত্র পাথরখনি দিনাজপুরের মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ শনিবার, ১২ মার্চ থেকে খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খনির মহাব্যবস্থাপক (মাইনিং) আবু তালহা ফারাজি।
তিনি জানান, বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ায় খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য খনির ৭০০ শ্রমিককে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে।
বিস্ফোরক দ্রব্য সরবরাহের পর আবারো পাথর উত্তোলন শুরু হবে বলে জানান তিনি।