দেশে আরও দুজন করোনারোগী শনাক্ত, এসেছেন ইতালি-জার্মানী থেকে

দেশে নতুন করে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। আজ শনিবার, ১৪ মার্চ রাতে এ তথ্য জানান মন্ত্রী।

তাদের একজন এসেছেন ইতালি থেকে অন্যজন এসেছেন জার্মানী থেকে।

এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদমাধ্যম দেশ রূপান্তরকে জানান, নতুন আক্রান্ত দুজন আগেই দেশে আসেন। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। শনিবার তাদের করোনা পরীক্ষা পজেটিভ পাওয়া যায়। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী এখন ভালো হয়ে গেছে। দুজনকে ছেড়েও দেওয়া হয়েছে। একজনকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে আরো দুজন রোগী আমরা পেয়েছি। এখন আমরা সেই দুজনকে নিয়ে এসেছি; হাসপাতালে রেখেছি। যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা আমরা শুরু করেছি।