প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে।
সোমবার, ২১ ডিসেম্বর এই নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার, ২১ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকের পর গনমাধ্যমকে এতথ্য জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, আগামী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেড় কোটি মানুষের জন্য তিন কোটি টিকা আসবে। মে থেকে জুনের মধ্যে সাড়ে চার কোটি মানুষের জন্য টিকা আসবে। পরে আরও টিকা আসবে।
তিনি জানান, টিকা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। ইপিআই দেওয়ার চেইনকে এখানে ব্যাপকভাবে কাজে লাগানো হবে।
আরআই/রাতদিন