দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো, বেড়েছে নমূনা পরীক্ষা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমলেও আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। আগের দিন ১০ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪১৪ জন। এর মধ্য দিয়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল।

আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন ৩ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় বেশি লোকের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত ৩৬ হাজার ৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম করোনা শনাক্তের পর ৪৫ দিনে দেশে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। মারা গেছেন ১২০ জন। আর একই সময়ে ইতালিতে ১ লাখ ৪৫ হাজার শনাক্ত ও মারা গেছে ১১ হাজার। যুক্তরাষ্ট্রে ১ লাখ ২০ হাজার শনাক্ত ও মারা গেছে ২৪ হাজার।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভিআইপিদের জন্য কোনো হাসপাতাল হচ্ছে না, এটি গুজব। আর কোনো হাসপাতাল লকডাউন করা হয়নি, হবেও না। করোনা চিকিৎসায় নতুন নতুন হাসপাতাল যুক্ত করা হচ্ছে। নতুন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।

আজকের ব্রিফ্রিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১২৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১০৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত বিশ্বজুড়ে ২৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যায়। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।

জেএম/রাতদিন