দেশে নতুন করোনা আক্রান্ত ৩, সুস্থ হয়ে ফিরছেন ২ জন

দেশে করোনায় নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। দুজন বিদেশফেরত।

রোববার ২২ মার্চ মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জন।

আক্রান্ত দুই জনই সাম্প্রতিককালে বিদেশ থেকে ফিরেছেন। অন্যজন বিদেশফেরত একজনের সংস্পর্শে ছিলেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।

অন্যদিকে করোনা টেস্টে পরপর দুইবার নেগেটিভ ফলাফল পাওয়ায় দুইজন আক্রান্ত ব্যাক্তিকে সুস্থ হিসেবে ঘোষণা করেছে আইইডিসিআর। আগের ৩ জনসহ সব মিলিয়ে মোট ৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন।

তিনি আরো বলেন, ‘গেল ২৪ ঘণ্টায় মোট ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সংক্রমণ পাওয়া গেছে মোট ২৭ জনের মধ্যে।’

সেব্রিনা আরো বলেন, ‘এই ভাইরাসে সংক্রমিত ২৭ জনের মধ্যে দুইজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২০ জন চিকিৎসাধীন।’

তিনি জানান, ‘করোনার হট লাইনে গেল ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৮১২টি কল এসেছে। এরমধ্যে ৩ হাজার ৭২৫টি কল করোনা সংক্রান্ত।’

জেএম/রাতদিন