দেশে ফিরলেন চিলমারীর সেই ২৫ ব্যক্তি

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দেশে এসেছে কুড়িগ্রামের চিলমারীর সেই ২৫ বাংলাদেশি। তিন মাস ২৭ দিন কারাভোগের পর তারা দেশে ফিরলেন।

আজ বুধবার, ২ সেপ্টেম্বর বিকেলে বুড়িমারী-চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন দিয়ে তারা দেশে ফেরেন।

বাংলাদেশি বৈধ পার্সপোর্ট ও ভিসা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে এ বছরের ফ্রেবুয়ারি পর্যন্ত চিলমারীর ২৬ নাগরিক ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার বিভিন্ন এলাকার আত্নীয়- স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ২ মে রির্জাভ মিনিবাসে করে আসামের জোরহাট জেলা থেকে বুড়িমারী-চেংরাবান্ধা চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরার উদ্যোগ নেন। তবে ৩ মে ধুবড়ি জেলা পুলিশ তাদেরকে আটক করে। আটকের পর ৫ মে পুলিশ ভিসা শর্ত ভঙ্গের মামলা দিয়ে জেলহাজতে পাঠায় তাদের।

জেলে থাকাকালীন ১ জুলাই বকুল মিয়া নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। ৪ জুলাই ওই ব্যক্তির লাশ বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফেরত দেয় ভারত।


এদিকে আটক বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে ভারত ও বাংলাদেশের বিভিন্ন মানবাধিকারকর্মী উভয় দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ শুরু করে।


পরে আইনজীবীরা সেদেশের আদালতের স্মরণাপন্ন হলে আদালত গত শনিবার সন্ধ্যায় ২৫ বাংলাদেশিকে মুক্তির আদেশ দেয়।

এবি/রাতদিন