ধরলার আকস্মিক বানে লালমনিরহাটে বিচ্ছিন্ন সড়ক

ধরলা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজারের পাশের একটি পাকা রাস্তা ভেঙ্গে গেছে। বুধবার, ২৬ জুন পানির তোড়ে রাস্তাটির প্রায় ৩০ মিটার ভেঙ্গে যায়। এতে লালমনিরহাট শহরের সাথে কুলাঘাট ইউনিয়নের চারটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয় লোকজন জানান, ধরলার পানি ঢুকে দক্ষিন শিবেরকুটি গ্রামের পাকা রাস্তাটি ভেঙ্গে যায়। এতে বোয়ালমারী চর, খারুয়ার চর, বাঁশপঁচাই ও দক্ষিণ শিবেরকুটি গ্রামের প্রায় চার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। লালমনিরহাট পৌর শহরের সাথে সড়ক যোগাযোগের একমাত্র রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে নৌকায় ওই অংশটি পারাপার হচ্ছেন অনেকে।

কুলাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় লোকজন বিপাকে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সুত্র মতে, ধরলার পানি এক দশমিক ৭২ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় নদীর পানি ঢুকে রাস্তার কিছু অংশ ভেঙ্গে যায়।

অপরদিকে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রাণী রায় জানান, ক্ষতিগ্রস্থ সড়কটি মেরামতের কাজ শুরু করা হয়েছে।

এইচএ/রাতদিন