এরশাদের শারীরিক অবস্থার অবনতি, আছেন হাসপাতালের সিসিইউ’তে

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। বুধবার, ২৬ জুন সকালে তাঁকে সেখানে ভর্তি করা হয়।

জাতীয় পার্টির একাধিক নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এরশাদ এমনিতেই  শারীরিকভাবে অসুস্থ। এর মধ্যে তার জ্বর এসেছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

শরীরে জ্বর থাকায় ভীষণ দুর্বল বোধ করছিলেন এরশাদ। তার শরীর কাঁপছিল। সে কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন এরশাদ। প্রতিদিনই তিনি সিএমএইচে স্বাস্থ্য পরীক্ষা করান। কোনো কোনো দিন একাধিকবারও গিয়ে থাকেন। স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় চলে আসেন তিনি। তবে বুধবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় সকালে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখনো সেখানেই আছেন তিনি। তার শারীরিক অবস্থারও এখন পর্যন্ত উন্নতি হয়নি।

এদিকে, বুধবার মতিঝিলের এজিবি কলোনির মিলনায়তনে জাতীয় পার্টির সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে এরশাদের ছোট ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সকালে এরশাদকে সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। তিনি এরশাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

গত বছরের শেষের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এরশাদ। অসুস্থতার কারণে জাতীয় নির্বাচনের প্রচারণাতেও অংশ নিতে পারেননি তিনি। ওই অবস্থাতেই ১২ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে যান এরশাদ। পরে নির্বাচনে জয়লাভের পর দেশে ফিরে শপথ নেন তিনি। পরে ২০ জানুয়ারি ফের চিকিৎসা নিতে সিঙ্গাপুর যান। দেশে ফেরেন ৪ ফেব্রুয়ারি। এরপর থেকে সিএমএইচেই চিকিৎসা নিচ্ছেন এরশাদ।

এবি/রাতদিন