ধর্মঘট শেষে ভারত সিরিজের প্রস্তুতিতে নামছেন সাকিব-মুশফিকরা

ক্রিকেটারদের ১৩ দফার দাবির প্রায় পুরোটা মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানরাও ধর্মঘট শেষে ফিরছেন মাঠে।

শুক্রবার, ২৫ অক্টোবর দুপুর ৩টা থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ক্রিকেটারদের অনুশীলন। ক্যাম্প চলবে চারদিন। এরপর একদিন বিশ্রামে নিয়েই দল উড়ে যাবে ভারতে।

চার দিনের অনুশীলনে প্রথম দুই দিন ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন স্কিল ট্রেনিংয়ে। তারপর দুই দিনে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন টাইগার ক্রিকেটাররা।

দিবা-রাত্রির দুটি প্রস্তুতি ম্যাচ মিরপুরের শেরেবাংলা অনুষ্ঠিত হবে আগামী রোববার ও সোমবার। ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

পরের দিন বিশ্রাম পাবেন টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। বুধবার, ৩০ অক্টোবর দিল্লির পথে ঢাকা ছাড়বে সাকিব আল হাসানের দল।

ভারত সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দল-

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও আল আমিন হোসেন।

এন এ/রাতদিন