ধর্ষকের যৌন ক্ষমতা হ্রাস করাতে ইনজেকশন পদ্ধতি চালুর দাবি সংসদে

ধর্ষকদের শাস্তির জন্য তাদেরকে ইনজেকশন দিয়ে যৌন ক্ষমতা হ্রাস করানোর দাবি উঠেছে সংসদে। আজ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার সংসদে এ দাবি তোলেন বলে বাংলা পরিবেশিত এক খবরে বলা হয়েছে।

নুরুল ইসলাম তালুকদার বলেন, ‘প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। ধর্ষকদের শাস্তির জন্য ইনজেকশন পদ্ধতি চালু করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা পদ্ধতি চালু করেছেন, ধর্ষক ধরা পড়লে তার শরীরে ইনজেকশন দিয়ে যৌন ক্ষমতা হ্রাস করে দেয়া হয়।’

এসময় তিনি আরো বলেন, ‘বাংলাদেশেও ইনজেকশন দিয়ে ধর্ষকদের যৌনশক্তি হ্রাস করে দিতে হবে। তাহলে আর ধর্ষণের মতো ঘটনা ঘটবে না।’

এইচএ/রাতদিন