ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। জনদাবির প্রেক্ষিতে দ্রুত এটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বুধবার, ৭ অক্টোবর সকালে নিজ বাসা থেকে বের হয়ে সচিবালয়ের উদ্দেশে রওনার সময় সংবাদমাধ্যমকর্মীদের এ কথা জানান মন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ধর্ষণের শাস্তি যাবজীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন মানুষের জন্য।’
সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ ধর্ষণ, নারী-শিশু নির্যাতন বেড়ে গেছে।
এসবের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ। তাদের কর্মসূচি থেকে নিপীড়কদের দ্রুত গ্রেপ্তার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানের দাবি উঠেছে।
জেএম/রাতদিন