টিভির পর্দায় স্পষ্ট দেখা গেল বলটি ওয়াইড। দুহাত প্রসারিত করে সিদ্ধান্ত দিতে যাচ্ছিলেন আম্পায়ার।এমন সময় চেন্নাই অধিনায়কের চোখ রাঙানি ভাব।আম্পায়ার আর শোনাতে পারলেন নিজের সিদ্ধান্ত। স্টাম্পের পিছন থেকে ধোনির সামনের দিকে ছুটে আসায় সিদ্ধান্ত বদলের মুহূর্ত দেখে, অবাক হয়েছেন হায়দরাবাদ দলপতি ডেভিড ওয়ার্নার।
গতকাল মঙ্গলবার ঘটনাটির স্বাক্ষী হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার খেলায়।এই ঘটনায় আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে চলতি আইপিএল মৌসুমে।
সেই ম্যাচে জয়ের জন্য ওয়ার্নার বাহিনীর শেষের দুই অভারে ২৭ রান। ১৯তম অভারে বলিংয়ে আসেন শার্দুল ঠাকুর। রশিদ খান প্রথম বলেই দুই রান। অফ স্টাম্পের অনেক বাইরে দ্বিতীয় বল। ওয়াইড লাইনের বাইরে থাকায় ওয়াইড ইশারা দিতে যান আম্পায়ার পল রাফায়েল। কিছুটা হাত তুলেছিলেন। কিন্ত আম্পায়ারের দিকে ধোনির কড়া চাহনীতে বদলে ফেলেন সিদ্ধান্ত।
আর আই/রাতদিন