নগ্ন হয়ে বিমানযাত্রা!

বিমানবন্দরে এক যাত্রীর জনসম্মুখে নগ্ন হয়ে চলাচল করার ভিডিও প্রকাশিত হয়েছে। বিমানের টিকেট দেখানোর লাইনে নগ্ন অবস্থায় দাঁড়িয়েছিলেন তিনি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিরাপত্তাকর্মীদের তল্লাশি এড়াতেই তিনি এ কাজ করেন।

ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোর দমোদেদোভো বিমানবন্দরে। শনিবার, ২৩ মার্চ মস্কো থেকে ক্রিমিয়াগামী একটি বিমানে উঠতে লাইনে দাঁড়ান ওই ব্যক্তি।

দেশটির সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে জানাচ্ছে, বিমানে ওঠার লাইনে এক ব্যক্তিকে নগ্ন অবস্থায় দেখা যায়। সিসিটিভি ক্যামেরাতে ধারণ করা দৃশ্যে দেখা যায়, এক ব্যক্তি লাইনে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়েছেন। অন্য যাত্রীদের মতো তিনিও স্বাভাবিক ছিলেন।

তবে ঠিক কি কারণে তিনি নগ্ন হয়েছিলেন তা স্পষ্টভাবে জানাতে পারেনি আরটি।

ওই নগ্ন ব্যক্তির পেছনে লাইনে দাঁড়ানো একজন বলেন,  ‘তাকে দেখে মনে হয়েছে সে স্বাভাবিক মানুষ না। তবে নগ্ন হয়ে চলাচল করাটা বেশ সুবিধাজনক।’

খবরে বলা হয়, বিমানে ওঠার আগেই ওই ব্যক্তিকে পুলিশ আটক করে। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি সাইবেরিয়ার বাসিন্দা। তল্লাশি এড়াতেই তিনি নগ্ন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে রাশিয়ার পুলিশ।

এইচএ/রাতদিন