প্রথমবারের মতো সিনেমার শুটিং হতে যাচ্ছে মহাকাশে

বিনোদনের সব চেয়ে বড় মাধ্যম সিনেমা। এই সিনেমাকে বড় থেকে আরো বড় করে তুলতে যাচ্ছে রাশিয়া। দেশটি সিনেমার শুটিং করার জন্য পাড়ি জমাচ্ছে পৃথিবীর সীমানার বাইরে। এবার মহাকাশকেই শুটিং স্পট হিসেবে বেছে নিয়েছে পুতিনের দেশ।

অবিশ্বাস্য হলেও সত্য, রাশিয়ার বৃহত্তম টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ প্রথমবারের মত সিনেমা তৈরির ঘোষণা দিয়েছে। পৃথিবীর সীমানা ছাড়িয়ে এবার মহাকাশে শোনা যাবে, লাইট-ক্যামেরা-অ্যাকশনের শব্দ।

ব্যয়বহুল এই সিনেমার জন্য নাকিয়ার খোঁজ চলছে রাশিয়া জুড়ে। অনলাইনে চলছে নায়িকা বাছাইয়ের কাজ।

নির্বাচিত নায়িকার  বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। উচ্চতা হবে ১৫০-১৮০ সেমি। দৈহিক ওজন ৫০-৭৫ কেজি হওয়া বাঞ্চনীয় এবং আবেদনকারী প্রার্থীকে অবশ্যই রাশিয়ান হতে হবে। এছাড়াও তার নামে থাকতে পারবে না কোনও ক্রিমিনাল রেকর্ড।

আপাতত ছবিটির অস্থায়ীভাবে একটি নামকরণ করা হয়েছে। আর সেটি হল ‘চ্যালেঞ্জ’। এটি যৌথভাবে প্রযোজনা করবে রোজকসমস, চ্যানেল ওয়ান এবং ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টুডিও। চিত্রগ্রহণ হবে ২০২১ সালের অক্টোবরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ।

আরআই/রাতদিন