নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া পাঁচজন আহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন।
শনিবার, ১৬ মার্চ রাজধানীতে এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এর আগে গণমাধ্যমে এ ঘটনায় তিন বাংলাদেশি নিহত হন বলে খবর প্রকাশিত হয়েছিল।
প্রতিমন্ত্রী জানান, নিহত দুই বাংলাদেশি হলেন লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ এবং হোসনে আরা ফরিদ নামের এক গৃহিণী। নিহত সামাদের স্ত্রী নিখোঁজ ছিলেন তবে পরে জানা গেছে, তিনি জীবিত আছেন।
শাহরিয়ার আলম জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন লিপি ও মুমতাসিন।
হাসপাতালে চিকিৎসাধীন অপর তিন আহত হলেন শেখ হাসান রুবেল, শাহজাদা আক্তার ও ওমর ফারুক।
অপরদিকে মোজাম্মেল হক, জাকারিয়া ও শাওন নামের তিন বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয়। এতে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। আহত হন ৪৮ জন। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মুসল্লিদের ওপর স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালান ব্রেনটন। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।