নিজেদেরই হারিয়ে খুঁজছে রিয়াল মাদ্রিদ

নিজেরাই যেন নিজেদের ছায়া হয়ে গেছে রিয়ালমাদ্রিদ। চলতি মৌসুমে যেন নিজেদের হারিয়ে খুঁজছে এই স্প্যানিশ ক্লাবটি। টানা তিনবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ীরা এবার বাদ পড়েছে শেষ ষোলোতেই।

 স্প্যানিশ লা লিগাতে শুরু থেকেই ছিলো পিছিয়ে। তবু শিরোপা জেতার জন্য কাগজে-কলমে যেটুকু আশা টিকে ছিলো, সেটিও নিজেরাই শেষ করে দিচ্ছে তিলে তিলে

এবারের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বৃহস্পতিবার মাঠে নামার আগেই।৫ ম্যাচ হাতে রেখেই লীগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সাথে তাদের পয়েন্ট ব্যবধান ১৬।

তবু লীগের শেষটা ভালো করার একটা আশা অন্তত ছিলো। কিন্তু শেষ ম্যাচে গেতাফের সাথে ড্র করে সে আশার প্রদীপও নিভতে বসেছে প্রায়।

অথচ প্রথম ম্যাচে এই গেতাফেকেই ২-০ ব্যবধানে হারিয়েছিলো তারা। আর আজ মাঠে খেলতে গিয়ে যেনো গোল করতেই ভুলে গেলেন করিম বেনজেমা, গ্যারেথ বেল, ব্রাহাম ডিয়াজরা। যে কারণে গোলশূন্য ড্রতেই শেষ হয়েছে ম্যাচ।

এর ফলে ৩৪ ম্যাচ শেষে ২০ জয় ও ৫ ড্রতে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই রয়ে গেল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সমান ম্যাচে ১৪ জয় ১৩ ড্রতে ৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গেতাফে।

আর ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

জেএম/রাতদিন