বর্তমান বিশ্বে মূর্তিমান আতংকের নাম করোনা ভাইরাস। গোটা পূথীবিই আক্রান্ত প্রাণঘাতি এই ভাইরাসে। বাদ পড়েনি বাংলাদেশও। দেশের আক্রান্ত ৩০ জেলার মধ্যে রয়েছে। উত্তরের জেলা লালমনিহাটও । এই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ফলে এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে। তাদের এই ক্রান্তিকালে এগিয়ে এসেছেন স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রথম দফায় কালীগঞ্জের অন্তত ৫হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়ার পরিকল্পনা করেছেন।
ইতোমধ্যে শুরু হয়েছে খাদ্যসামগ্রী প্যাকেটজাত করার কাজ। প্রতিটি প্যাকেটে থাকছে চাল, ডাল, আলু, লবন ইত্যাদি। প্যাকেট শেষে দ্রæততম সময়ের মধ্যে পৌঁছে দেয়া হবে উপজেলার বিভিন্ন এলাকায়।
এসব কাজ তদারকিতে থাকা কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ জানিয়েছেন, কালীগঞ্জের পাশাপাশি আদিতমারী উপজেলাতেও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী।
এবি/রাতদিন