নিশ্ছিদ্র নিরাপত্তায় র‌্যাব, আকাশজুড়ে হেলিকপ্টার টহল

রংপুর-৩ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে র‌্যাব সদস্যরা প্রস্তুত আছে বলে জানিয়েছেন রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক কমান্ডার রেজা আহামেদ ফেরদৌস। তিনি জানান, নির্বাচনে র‌্যাবের হেলিকপ্টার, বোমা নিস্ক্রিয়কারী ইউনিটও প্রস্তুত থাকবে।

শুক্রবার, ৪ অক্টোবর সন্ধ্যায় রংপুর প্রেস ক্লাবের সামনে উপনির্বাচন উপলক্ষে এক সংবাদ সন্মেলনে এ কথা জানান তিনি।

র‌্যাব অধিনায়ক সংবাদ সন্মেলনে বলেন, ‘গোটা নির্বাচনী এলাকা র‌্যাবের গোয়েন্দা নজরদারীতে আছে। র‌্যাব এই নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ১৭৫টি নির্বাচন কেন্দ্রে প্রয়োজনে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছাবে র‌্যাবের টিম।’

রংপুর উপনির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রস্তুত র‌্যাব, থাকবে হেলিকপ্টার
ছবি: রাতদিন

তিনি বলেন, ‘নির্বাচনের জন্য কোনো অনুমোদিত যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করতে দেয়া হবে না।

নির্বাচন উপলক্ষে র‌্যাব কন্ট্রোল রুল স্থাপন করেছে বলেও জানান তিনি।

শান্তিপূর্ণ নির্বাচন করতে র‌্যাব বদ্ধপরিকর বলে জানান র‌্যাব-১৩ রংপুরের এই অধিনায়ক।

এনএইচ/রাতদিন