নীলফামারীতে গতকাল রোববার, ১০ মে নতুন করে ১২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে এক নারী চিকিৎসক ও একই পরিবারের ছয়জন রয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫২।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রোববার নতুন করে এক নারী চিকিৎসকসহ ১২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা সদরে ৭ জন, ডোমারে ২ জন, সৈয়দপুর এক শিশু (৫ মাস) ও তার মাসহ দুজন ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক।
আক্রান্ত নারী চিকিৎসক নীলফামারী জেনারেল হাসপাতালে আইসোলেন ওয়ার্ডে এক সপ্তাহ দায়িত্ব পালন করেছিলেন। অপরদিকে জেলা শহরের বাড়াইপাড়ার একই পরিবারে ৬ জনের মধ্যে ৩ ও ৭ বছরের দুই কন্যা শিশু, ১৪ বছরের এক কিশোরী, ১৫ বছরের এক কিশোর ১৮ বছরের এক যুবক ও ৫০ বছর বয়সী এক নারী রয়েছেন।
ওই পরিবারের কর্তা ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখায় কর্মরত ছিলেন। এর আগে তার সংক্রমণ শনাক্ত হলে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন জেলা শহরের সবুজপাড়ার ২২ বছর বয়সী এক নারী।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে সন্ধ্যায় ওই তথ্য জেলা স্বাস্থ্য বিভাগে পৌঁছে।
জেলায় এ পর্যন্ত শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এবি/রাতদিন