নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে তিন ভাই-বোন ও একজন গেটম্যান বলে জানা গেছে।
আজ বুধবার, ৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে সদর উপজেলার মনসাপাড়ার বেকপাড়া বউবাজার রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইবোন রিমা (০৬) ও শিমু (০৪) ওই এলাকার রেজোয়ানুল ইসলামের কন্যা। অপর মৃত গেটম্যানের নাম শামীম। তার বয়স আনুমানিক ৩৭ বছর।
এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে রেজোয়ানুল ইসলামের দুই বছরের ছেলে মুমিন গুরুতর আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি আবদুর রউফ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর উপজেলার মনসাপাড়ার বেকপাড়া বউবাজার রেলব্রিজ এলাকায় লাইনের পাশে ওই তিন ভাইবোন খেলা করছিল। সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে খুলনায় যাওয়ার পথে ‘সীমান্ত মেইল’ ট্রেনের নিচে ওই শিশুরা কাটা পড়ে।
এ সময় তাদের বাঁচাতে গিয়ে টেনের নিচে কাটা পড়েন রেলের গেটম্যান শামিমও। এতে ঘটনাস্থলে দুই বোনসহ তিনজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয় দুই বছরের শিশু মুমিন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর ‘সীমান্ত মেইল’ ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা। তবে তাদের বুঝিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।