নীলফামারীতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে কবিনুর ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্য হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন কৃষি শ্রমিক।

আজ শনিবার, ১ মে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী দলবাড়ি নামক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করলে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, কৃষক কবিনুর ইসলাম আরও তিনজন কৃষি শ্রমিককে নিয়ে  নিজের জমিতে ধান কাটতে যান। এসময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালীন বজ্রপাত হলে জমির মালিক কবিনুর ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এসময় বাকি তিন শ্রমিক রফিকুল ইসলাম (৪৫), নাজমুল ইসলাম (৩৫) এবং স্বাধীন মিয়া (৩০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জমি থেকে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।

কিশোরগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার মোকলেছুর রহমান জানান, বজ্রপাতে আহত তিনজনের মধ্যে রফিকুল ইসলাম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবি/রাতদিন

মতামত দিন