নীলফামারী জেলা লকডাউন ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় নীলফামারী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার, ১৪ এপ্রিল দুপুরে লকডাউনের ঘোষণা দেন নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী মোবাইল ফোনে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় নীলফামারী জেলাকে লকডাউন করা হয়েছে।

তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জেলা থেকে কেউ প্রবেশ-বহির্গমন করতে পারবে না। পরিবহন চলাচলের ক্ষেত্রেও একই নির্দেশনা। তবে জরুরি পরিষেবায় চিকিৎসা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্যের গাড়ি চলাচল করতে পারবে।

মঙ্গলবার দুপুর ২টা থেকে নীলফামারী পৌর শহরে জেলা তথ্য অফিস মাইকে ব্যাপক প্রচারণার মাধ্যমে লকডাউনের ঘোষণা জনসাধারণকে অবহিত করেছে।

উল্লেখ্য, রিপোর্ট লেখা পর্যন্ত নীলফামারী জেলায় একজন চিকিৎসকসহ চারজন করোনা সংক্রমণ শনাক্ত রোগী আইসোলেশনে আছে এবং ১১৭৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।

এনএ/রাতদিন