পঞ্চগড়ে পাথর উত্তোলনের অবৈধ দাবীতে সড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথর শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই শ্রমিকের নাম জুমার উদ্দিন (৬০)। এ ঘটনায় ৮ পুলিশ, ৩ র‌্যাব সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

রোববার, ২৬ জানুয়ারি সকালে তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কের ভজনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিক জুমার উদ্দিনের বাড়ি তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার পাথর শ্রমিকরা অবৈধভাবে ভূগর্ভস্থ পাথর উত্তোলনের দাবিতে রোববার সকালে মহাসড়ক অবরোধ করে। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে গেলে পাথর শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ চারটি গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় ৮ পুলিশ ও ৩ র্যা ব সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে জুমার উদ্দিন মারা যান। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে তিন পাথর শ্রমিককে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, শ্রমিকরা অবৈধভাবে পাথর উত্তোলনের অন্যায় দাবিতে সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল ও পাথর ছুড়তে শুরু করে। তারা পুলিশের গাড়িও ভাংচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ছোড়ে।

তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

জেএম/রাতদিন