পাটগ্রামে বাল্য বিয়ে-মাদকবিরোধী সমাবেশ

পাটগ্রামে মতবিনিময় সভা, বাল্য বিবাহ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর।

মঙ্গলবার, ৩০ জুলাই দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী, উপজেলা আ’লীগ সভাপতি (ভার.) বাবু পূর্ণ চন্দ্র রায়, সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, পাটগ্রাম থানার ওসি (তদন্ত) সুমন কুমার মহন্ত প্রমুখ।

মতবিনিময়সভায়  উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিব, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থী, পৌর কাউন্সিলর, নিকাহ্ রেজিস্ট্রার, ইমাম, এনজিও প্রতিনিধি, গ্রাম পুলিশগণ ও বিজিবি প্রতিনিধি অংশ নেন।

জেলা প্রশাসক মো. আবু জাফর বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সকলের সহযোগীতা চান ও সবাইকে সজাগ থাকার আহব্বান জানান।

ওই অনুষ্ঠানে অনুর্দ্ধ-১২ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশীপে দেশসেরা ফুটবলদলের জন্য পাটগ্রাম টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে খেলার সামগ্রী কেনার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক।

এনএইচ/ রাতদিন